Employee-bn

ডঃ খন্দকার আবদুল্লাহ আল মামুন

mamun-sir

ডঃ খন্দকার আবদুল্লাহ আল মামুন যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় ও কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর
পিএইচডি ও পোষ্ট-ডক্টরেট সম্পন্ন করেন। তিনি UIU বিশ্ববিদ্যালয়ে CSE বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন। UIU তে AIMS ল্যাবের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, যেখানে তিনি সক্রিয়ভাবে – স্বাস্থ্যসেবা, পঙ্গুত্ততা ও শিক্ষা ক্ষেত্রের উপর নানাবিধ গবেষণা করছেন। তিনি উন্নয়নশীল দেশগুলির জন্য অসংখ্য ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানের আর্কিটেকচার আবিষ্কার করেছেন। বাংলাদেশ সরকার কর্তৃক উদ্ভাবন ও উন্নয়ন খাতে ডঃ মামুনের নানাবিধ অবদান স্বীকৃত। তিনি তিনটি জাতীয় আইসিটি পুরস্কার সহ বিভিন্ন পুরষ্কার লাভ করেন।
ডঃ মামুন সিমেড হেলথের প্রতিষ্ঠাতা।